- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
জয়পুরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট প্রতিনিধি ঃ জয়পুরহাটে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে বুধবার বেলা ১২ টায় শহরের শিবমন্দির মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ঋৃষিকেষ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ,জেলা প্রশাসক আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, সদর উপজেলার চেয়ারম্যান এস,এ, সোলায়মান আলী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, নন্দলাল পারশী, রাজকুমার খেতান।
আলোচনাসভা শেষে সেখান থেকে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
Please follow and like us:
20 20