আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৫
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট ঃজয়পুরহাটে বাজার গুলোতে দ্রব্য মুলে বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নি¤œ বিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো , আর নি¤œ আয়ের মানুষ হয়েছে দিশেহারা।
হঠাৎ মুল্যবৃদ্ধিও কারন হিসেবে উৎপাদন হ্রাস ও সরবরাহের ঘাটতিকেই দায়ী করছেন বিক্রেতারা।
আজ বৃহস্পতিবার পুর্ব বাজার ও মাছুয়া বাজার ঘুরে দেখা গেল যে সবজী ১সপ্তাহ আগে কম ছির, সেটা একলাফে তা ১০ থেকে ২০ টাকা কেজী প্রতি বৃদ্ধি হয়েছে।
দেশী পেঁয়াজ ৮০ টাকা কেজী, আর ইন্ডিয়ান ৫০ টাকা,কাচা মরিচ ২৫০ টাকা বেগুন ৬০ টাকা পোটল ৩৫ টাকা,পেপে ৩০ টাকা ,ঢেরশ ৪০ টাকা, ফুল কপি ৯০ টাকা,মুলা ৪০ টাকা,টমেটো ৪০০ টাকা,সিম ১৬০ টাকা,লাউ ৩০ টাকা, সিম -১৬০ টাকা,আদা, ২৪০ টাকা,রসুন, ২৬০ টাকা,করল্যা ৬০ টাকা,গাজর ১৬০ টাকা, ঝিংগা ৫০ টাকা,আলু- ৫০ / ৪০ টাকা,কেজীতে বিক্রি হচ্চ্।ে
আর গরীবের ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি দরে।
কেন দাম বাড়ছে জিজ্ঞাসা করা হলে তারা জানালেন সরবরাহের ঘাটতির কারনে দাম বাড়ছে।আর পোল্ট্রী মালিকরা জানালেন যে, খাদ্যেও দাম বেশী হওয়ায় মুরগী পালনএখন লোকসানে দাঁড়িয়েছে। যার জন্য ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। চাকুরীজিবী বেলাল হোসেন জানালেন ১ বছর আগে ৬ টাকা পিচ ডিম কিনেছি এখন ১টা ডিমই ১২থেকে ১৩ টাকা।
দিন মজুর হবিবর রহমান জানালেন আমরা আর তরকারী কিনে খেতে পারবনা।
মাছ ও গোসত কিনা অনেক আগেই বাদ দিয়েছি , খালি ডিম আর শাক কচু খাইয়ে কামলা দিচ্ছি।এখন ডিমের দামই বেশী সেটাও আর বোধহয় কিনে খেতে পারবনা,
গরীবের কষ্ট কেউ দেখেনা।
টিসিবির সিমিত কার্ডধারীরা মোটামুটি ভাবে তারা বাজার করছে। কিন্তু নি¤œ মধ্যবিত্ত আর মধ্যবিত্তরা ,আর নি¤œ আয়ের মানুষ , দিনমজুররা খুবই বেকায়দায় পড়ে গেছে।
এখন ৫০০ টাকার বাজারকরলে ব্যাগের কোনাও ভরেনা।
ব্যাবসায়ীরা ইচ্ছা মত দাম বাড়াচ্ছে\ বাজার মনিটরিং দায়সারা তদারকি সংস্থগুলোর উচিৎ হবে নিয়মিত বাজার মনিটরিং করা , উৎপাদন ব্যাবস্থা দেখা আর পন্যেও দাম বেধে দেয়া।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |