- প্রচ্ছদ
-
- রাজনীতি
- জয়পুরহাটে সিপিবি’র লাল পতাকা মিছিলে পুলিশের বাধা
জয়পুরহাটে সিপিবি’র লাল পতাকা মিছিলে পুলিশের বাধা
প্রকাশ: ২৬ মার্চ, ২০২১ ২:২১ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি:-মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে জয়পুরহাটে লাল পতাকা মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টি।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় শহরের আমতলী থেকে লাল পতাকা মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করতে যাওয়ার পথে বাজলা স্কুলের সামনে পুলিশি বাধার মুখে পড়ে সিপিবি নেতা কর্মীরা।
এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি’র সাধারন সম্পাদক এম এ রশিদ, সাবেক সাধারন সম্পাদক দেওয়ান বদিউজ্জামান।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ রশিদ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে পুলিশি বাধার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
বাধা দেওয়া সময় উপস্থিত এক পুলিশ সদস্য জানিয়েছে, উপর মহল থেকে লাল পতাকা মিছিল করার অনুমতি নেই। তাই তাদের বাধা দেওয়া হইছে।
Please follow and like us:
20 20