আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটে হঠাৎ ডাইরিয়ার প্রকোপ বেড়েেেছ। জয়পুরহাট আধুনিক হাসপাতালে ২৫০ শয্যার হাসপাতালে ৫ শতাধীক ডাইরিয়া রোগী ভর্তি হয়েছে। তাদেও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্স গন। মেঝেতেই চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
ফাগুনের প্রথম দিন থেকেই হঠাৎ ডাইরিয়ার প্রকোপে জেলা বাসী দিশেহারা। ছোট শিশু, বয়স্ক, এমনকি যুবকরাও রেহ্য়া পাচ্ছেনা ডাইরিয়া রোগ থেকে। ডাইরিয়া রোগীর সংখ্যা বেশী হওয়ায় হাসপাতালের বারান্দায় , হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। হিমসিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। অন্যন্য জরুরী রোগী ত রয়েছেই।
হাসপাতালে শিশু ওয়ার্ড ,মহিলা , ও পুরুষ ওয়র্ডেও সংখ্যা ২৫০ জনের। কিন্তু শুধু ডাইরিয়া রোগীর সংখ্যায় ৫ শতাধিক , হাসপাতালের ত্বত্বাবধায়ক (২) ডা: খোন্দকার মিজানুর রহমান জানালেন ফেব্রæয়ারীর শেষে এই রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। পাতলা পায়খানা শুরু হলেই বাড়ীতেই চিকিৎসা নেয়া যায়, ঘন ঘন সেলাইন খেতে হবে, স্বভাবিক খাবার চলবেই।। হাসপাতালে বেড সংকটের কারনে ,ডাইরিয়া রোগী নিয়ে হিমসিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। অন্যান্য জরুরী রোগী ত রয়েছেই, এই জন্য তিনি বাড়ীতেই চিকিৎসা নেয়ার পারামর্শ দিয়েছেন।
ডাইরিয়া রোগী বেশী হওয়ার কারন হিসেবে রোটা ভাইরাসকেই দায়ী করেছে বিশেষজ্ঞ ডাক্তারগন। এই রোগ নাকি খুবই ছোঁয়াছে , তেলে ভাজা খাবার ও পানি ফুটায়ে পান করার জন্য নির্দেশ দিয়েছে ডাক্তারগন। খুব বেশী সংকটাপন্ন হলে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিলেন ডাক্তারগন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |