- প্রচ্ছদ
-
- অপরাধ
- জয়পুরহাটে হেরোইন এবং ইয়াবাসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাটে হেরোইন এবং ইয়াবাসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২১ ২:২৮ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট:- জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০৫(পাঁচ) গ্রাম হেরোইনসহ ০১(এক)জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আক্কেলপুর থানার রুকিন্দিপুর ইউনিয়নের পশ্চিম রুকিন্দিপুর গ্রামের তে-মাথা এলাকায় একজন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে উক্ত মহিলাকে আটক করে, তাৎক্ষনিক ডিবি মহিলা পুলিশ দ্বারা তল্লাশী করলে আটককৃত মোছাঃ আফসানা মেমি(২৬), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান @ টিটন, স্বামী- মোঃ মিঠু, গ্রাম- জগদীসপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ এর নিকট হইতে ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০৫(পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে জয়পুরহাট ডিবি পুলিশ।
Please follow and like us:
20 20