আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৫
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাটে এক নারীর বর্তমান স্বামী আশরাফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার সাবেক স্বামী ইসমাঈল হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার পাইকরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ইসমাঈল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত আশরাফুল ইসলাম রংপুরের গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
এলাকাবাসীদের বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের ছুম্বা বেগমের সাথে সদর উপজেলার ভানাইকুশলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইসমাঈল হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পরে প্রায় ১২ বছর আগে উভয়ের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়। পরে রংপুরের গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলামের সাথে বিয়ে হয় ছুম্বা বেগমের। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকড়তলী গ্রামে ছুম্মার বর্তমান স্বামী আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার সাবেক স্বামী ইসমাঈল হোসেন। পরে স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আশরাফুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য রাতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে রাতে ইসমাঈল হোসেনকে আটক করে। ইসমাঈল হোসেনের বিরুদ্ধে মামলা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |