আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১১
জয়পুরহাট প্রতিনিধি ঃ- কোভিড-১৯ ভাইরাস সংক্রমন জনিত কারনে জয়পুরহাট জেলায় সাময়িকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়া বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বপালনকারী ২৭ জন সংবাদকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা হিসেবে ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়। সেই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার ওই চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক কুমার কুন্ডু, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এ্যাড: নন্দকিশোর আগরওয়ালা, সাংবাদিক শাহাবুদ্দিন, শফি প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের দু:খ কষ্ট লাঘবের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। করোনা প্রাদূর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া সকল সেক্টরের দিকে নজর রাখছেন তিনি। পরে জেলায় দ্বিতীয় পর্যায়ে করোনা প্রাদূর্ভাবের কারনে সাময়িক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়া ২৭ জন সংবাদকর্মীর মাঝে প্রতিজন ১০ হাজার করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |