আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৩
জয়পুরহাট প্রতিনিধিঃ- অফিস জয়পুরহাটে। বাসা বগুড়ায়। রাত্রিযাপন করেন অফিসের কক্ষে। ব্যবহার করেন সরকারি এতিমখানার খাট, বালিশ, চাদর ও অফিসের চেয়ার টেবিল, সরকারি গাড়ি নিয়ে যাতায়াত করেন বগুড়া থেকে। তিনি হলেন, জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ইমাম হাসিম। সমাজসেবা অধিদপ্তরের মহা-পরিচালকের আদেশও তিনি মানেন না। বদলীর এখতিয়ার না থাকলেও তার নির্দেশেই চলছে কর্মচারীদের বদলী। এছাড়া অনিয়ম,স্বেচ্ছাচারীতা ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আচরণ খারাপ হওয়ায় জয়পুরহাটে যোগদানের পর তার রোষানল থেকে রেহায় পেতে ইতোমধ্যে জেলা ও উপজেলার ৬জন কর্মকর্তা স্বেচ্ছায় বদলি নিয়ে জয়পুরহাট ছেড়েছেন।
অভিযোগে জানা গেছে, জয়পুরহাট জেলা সমাজসেবা অফিসে উপ-পরিচালক পদে গত বছরের ১৬ ফেব্রæয়ারী যোগদানের পর থেকে সরকারি এতিমখানার জন্য বরাদ্দ হওয়া খাট,চাদর ও বিছানাপত্র দিয়ে সাজানো অফিসের একটি কক্ষ আবাসিক হিসেবে ব্যবহার করে নিয়মিত তিনি সরকারি বাসা ভাড়া তুলছেন। সরেজমিনে তার অফিসে গিয়েও অফিস কক্ষ আবাসিক হিসেবে ব্যবহার করার সত্যতা মিলেছে। সেখানে এতিমখানার খাট এবং বিছানাপত্র ছাড়াও তার ব্যবহৃত কয়েকটি শার্ট লুঙ্গি এবং খাবার প্লেট-গøাসসহ অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র দেখে সহজেই বোঝা যায়, তিনি অফিসের ওই কক্ষটি আবাসিক হিসেবে নিয়মিত ব্যবহার করছেন।
জয়পুরহাটের কালাই উপজেলা সদরে তার বাড়ি হলেও তিনি থাকেন বগুড়া সদরের বারোপুর আবাসিক এলাকার নিজস্ব ৫তলা ভবনে। যোগদানের পর খারাপ আচরণ ও তার স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ হয়ে বদলী নিয়ে জয়পুরহাট ছেড়ে চলে গেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সহ বিভিন্ন পদের ৬জন সমাজসেবা কর্মকর্তা। জয়পুরহাটে যাদের চাকুরিকালীন অবস্থান দেড় বছরের বেশি নয়। বর্তমানে সহকারি পরিচালক পদে একজন নারী কর্মকর্তা যোগদান করলেও অন্য পদগুলো শুন্যই রয়েছে। অফিসের ৩জন কর্মকর্তা বর্তমানে ওইসব শুন্য পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সমাজসেবার কাজকর্ম। হয়রানিতে পড়েছেন অসহায় মানুষরা। যদিও উপ-পরিচালকের দাবি ওইসব কর্মকর্তাগণ অনেক আগে থেকেই বদলী নেওয়ার চেষ্টা করছিলেন। পদ খালি থাকায় তারা বদলী নিয়ে চলে গেছেন। এক্ষেত্রে তার কারণেই যে তারা জয়পুরহাট ছেড়েছেন এ অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।
সমাজসেবা অধিদফতর হতে গত বছরের ১৮ফেব্রæয়ারী ইস্যু করা এক আদেশ পত্রে (স্মারক নম্বর ৪১.০১.০০০০.০০৮. ১৮.২৫৭.১৪) জানা গেছে,নীতিমালা প্রনীত না হওয়া পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নং-৪১.০০.০০০০. ০৩৫.২৩.০০১.১৫.১১২১,তারিখ ৫নভেম্বর ২০১৭ অনুযায়ী সমাজসেবা অধিদফতরের আওতাধীন সকল কর্মচারীর সংস্থাপন বিষয়ক যাবতীয় কার্যক্রম মহাপরিচালক সমাজসেবা অধিদফতর কর্তৃক নিষ্পন্ন করা হবে। পত্র জারীর তারিখ হতে এ আদেশ কার্যকর হবে। ওই আদেশ এখনও বলবৎ আছে। কিন্তু জয়পুরহাট সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ওই আদেশ অমান্য করে একের পর এক কর্মকর্তা কর্মচারী বদলী আদেশ জারী করছেন। শুধু তাই নয় তার আগের ষ্টেশন নিলফামারীতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের প্রশিক্ষণের টাকা তছরুপ করার অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে ওই অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এমন তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা রংপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন।
অফিস সুত্রে জানা গেছে,সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত বছরের ১২ নভেম্বর জয়পুরহাট সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার সাদিকুর রহমান মন্ডলকে সমাজসেবার জয়পুরহাট সদর কার্যালয়ে বদলীর আদেশ দেন। কিন্তু মহাপরিচালকের ওই আদেশ অমান্য করে উপ-পরিচালক গত ২৩ নভেম্বর নিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে জয়পুরহাট শহর সমাজসেবা অফিসার শারমিন সুলতানাকে জয়পুরহাট সদরে সমাজসেবা অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ ছাড়া গত ২০ জুলাই তিনি জয়পুরহাট সদর,কালাই ও আক্কেলপুর উপজেলায় বিভিন্ন পদে কর্মরত চারজন কর্মচারীকে কোন অভিযোগ বা আবেদন ছাড়াই জেলার অন্য উপজেলায় তাৎক্ষণিক বদলি (ষ্ট্যান্ড রিলিজ) করেন। যাদের মধ্যে কালাই উপজেলা সমাজসেবা কার্যালয়ে বদলী করা ফিল্ড সুপার ভাইজার রফিকুল ইসলাম এবং কারিগরি প্রশিক্ষক মুনজের আলী নামের দু’জন কর্মচারীর চাকুরী আছে মাত্র এক বছর। চাকুরির শেষ মুহুর্তে এসে কোন কারণ ছাড়াই বাড়ি থেকে দুরে বদলী করায় চরম সমস্যায় পড়েছেন তারা।
জেলা সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা সাদেকুর রহমান বলেন,‘প্রবেশন কর্মকর্তা ছাড়াও উপ-পরিচালক মহোদয়ের নির্দেশে বর্তমানে তিনি রেজিষ্ট্রেশন ও শিশু পরিবার কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এরপর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক তাকে জয়পুরহাট সদরের সমাজসেবা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করলেও উপ-পরিচালক সেই দায়িত্ব দিয়েছেন শহর সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানাকে।
এ ছাড়া ২০১৯-২০ অর্থ বছরের ৩য় ও ৪র্থ কিস্তির ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন ৫০ হাজার টাকার অনুদান বিতরণেও তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। সরকারি ওই সহযোগীতার জন্য গোটা জেলার আবেদন যাচাই বাছাই করে ১৭৯ জন রোগীর চুড়ান্ত তালিকা করা হয়। যার মধ্যে ৬৪ জনকে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে ১৮ জনই কালাই উপজেলার বাসিন্দা। উপ-পরিচালকের বাড়ি কালাই উপজেলায় হওয়ায় চেক বিতরণে তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করেন বঞ্চিতরা। অথচ ৭০ থেকে ৮০ জন রোগী আবেদন করেও ক্ষেতলাল,আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলায় চিকিৎসা অনুদানের চেক দেওয়া হয়েছে মাত্র ১৭ জন রোগীকে।
জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন,‘সমাজসেবা অফিসের ডিডি ইমাম হাসিম জয়পুরহাটে যোগদানের পর তার নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জেলায় ভেঙ্গে পড়েছে সমাজসেবার কার্যক্রম। তিনি নিজে অফিসকে বাড়ি হিসেবে ব্যবহার করছেন। অফিসের সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। জেলার কালাই উপজেলায় তার বাড়ি হলেও তিনি বগুড়ায় ৫তলা বাড়িতে বসবাস করেন। সেখান থেকে সরকারি গাড়ি নিয়ে জয়পুরহাটে যাতায়াত করেন’।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম বলেন,‘করোনার মধ্যে তিনি অফিসে কিছুদিন থাকলেও তার ব্যবহৃত কক্ষটি অফিসের নয় ভবন মালিকের। আর বগুড়া থেকে সরকারি গাড়িতে নিয়মিত অফিসে যাতায়াতের কথা অস্বীকার করে তিনি বলেন,‘অফিসের প্রয়োজনে মাঝে মধ্যে তিনি গাড়ি নিয়ে বগুড়া যাতায়াত করেছেন। তার কারণে কর্মকর্তারা বদলী নিয়েছেন এমন অভিযোগও তিনি অস্বীকার করেন।
জেলা সমাজসেবা অফিসের সদ্য বদলী নেওয়া (বর্তমানে দিনাজপুরে কর্মরত) সহকারি পরিচালক ময়নুল হোসেন বলেন,‘জেলা সমাজসেবা কার্যালয়ের জন্য শহরের আমতলীতে ৩হাজার স্কয়ারফিটের ২য় তলার ফ্ল্যাটটি তিনি কর্মরত থাকা অবস্থায় গ্যারেজসহ ২৭ হাজার টাকা ভাড়ার চুক্তিতে নেওয়া হয়েছে। ওই ভবনের ৩য় তলাও শহর সমাজসেবা অফিসের জন্য একই ভাড়ায় নেওয়া হয়েছে। দুটি ফ্ল্যাটই জেলা ও শহর সমাজসেবা অফিসের। ওইখানে ভবন মালিকের ঘর থাকার প্রশ্নই আসে না।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |