আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি-:-জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধি করে তিন ইউনিয়নের পল্লী এলাকাকে শহর ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিলের দাবি করেছে এলাকাবাসী। সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার সকাল ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে তারা তিন দিনের কর্মসূচীর পাশাপাশি আইনী লড়াইয়েরও ঘোষণা করেন সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়পুরহাট পৌর আ’লীগের সাধারন সম্পাদক মাহমুদ হোসেন হিমু। তারা অভিযোগ করেন,আগামী ডিসেম্বর মাসে জয়পুরহাট পৌরসভার নির্বাচনকে বাধাগ্রস্থ করতেই একটি কুচক্রী মহল এ ধরণের পাঁয়তারা শুরু করেছে। তারা অতিগোপনে জয়পুরহাট সদরের বম্বু, পুরানাপৈল এবং দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগসাজসী করে এ গেজেট প্রকাশ করেছে। তাদের দাবি,পৌরসভার উন্নয়নের জন্য এলাকার সীমানা বর্ধিতকরণ স্বাভাবিক প্রক্রিয়া হলেও নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সীমানা বর্ধিতকরনে গেজেট প্রকাশ পৌরসভার উন্নয়নে নয় নির্বাচনবিহীন ক্ষমতায় থাকার জন্যই পৌর মেয়র এ ধরণের অপচেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, সীমানা বর্ধিতকরণের অপকৌশল নিয়ে কোন একক ব্যক্তির ক্ষমতা পাকাপোক্ত করে তার ভাগ্যোন্নয়ন ঘটুক জয়পুরহাটবাসী তা চায় না। অবিলম্বে সীমানা বর্ধিতকরণের গেজেট বাতিল করার দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে।
সীমানা বর্ধিতকরণের প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে সোমবার বিকেলে পুরানাপৈল বাজারে প্রতিবাদ সমাবেশ, মঙ্গলবার জয়পুরহাট শহরের কেন্দ্রিয় মসজিদ চত্বরে মানববন্ধন এবং বুধবার একই স্থানে প্রতিবাদ সভা আয়োজনের ঘোষণা করেন। আয়োজকরা বলেন, এই গেজেট বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচীর পাশাপাশি আইনী লড়াইও তারা চালিয়ে যাবেন বলে প্রেসক্লাবের ওই সংবাদ সম্মেলনে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌর আ’লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা নিখিল চন্দ্র মন্ডল,বম্বু ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ পৌরসভা ও ওই তিন ইউনিয়নের শতাধিক ভোটার। এক প্রশ্নে জবাবে নেতারা বলেন এখন যে মেয়র রয়েছে তাদের সিদ্ধন্তেই এই ঘটনা ঘটিয়েছে। ওরা আওয়ামীলীগের প্রতিপক্ষ গ্রæপ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |