আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৩
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- বৃহস্পতিবার বিজিবি হিলিসিপি, হিলি, ডাংগাপাড়া এবং ভাইগড় বিওপির টহলদল কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল-১৪২ বোতল, মদ-০৪ বোতল, গাঁজা-০১ কেজি, ভারতীয় শাড়ী-১১ পিস এবং মোটর সাইকেল-০২ টি আটক কiv হয়। এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঘাসুরিয়া বিওপির টহলদল ফেন্সিডিল-৭১ বোতল ও নায়েক মোঃ আলম হোসেন এর নেতৃত্বে টহলদল রনগাঁও পাঁকা রাস্তার উপর(বিরামপর, দিনাজপুর) টহলরত থাকাবস্থায় সন্দেহজনকভাবে মোঃ রফিকুল ইসলাম (২৮), পিতা-মৃত সজতুল্লাহ, গ্রামঃ-দক্ষিন দামুদরপুর, পোষ্ট-কাটলা, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরকে দেহ তল্লাশী করে তার নিকট হতে ভারতীয় ফেন্সিডিল-০৬ বোতলসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ বিরামপুর থানা সোপর্দ করা হয়েছে। এছাড়া জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো এর নির্দেশনা মোতাবেক অপর অভিযানে ২০ বিজিবি অধীনস্থ ঘাসুরিয়া বিওপির টহলদল চৌঘরিয়া মাঠের মধ্যে (বিরামপুর, দিনাজপুর) ওৎপেতে থাকাবস্থায় চোরাকারবারীরা ভারতীয় গরু-০৬টি নিয়ে আসার সময় টহলদল ধাওয়া করলে ফেলে পালিয়ে যায়, যা টহলদল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-১২,০০,০০০ (বারো লক্ষ) টাকা। পৃথক অভিযানে কয়া বিওপির টহলদল গাঁজা-০৩ কেজি, পাঁচবিবি বিশেষ ক্যাম্পের টহলদল ভারতীয় বিবিধ মালামাল-০৩ প্রকার, হিলিসিপি, বাসুদেবপুর, ডাংগাপাড়া ক্যাম্পের টহলদল কর্তৃক সর্বমোট ফেন্সিডিল-১০২ বোতল এবং মদ-০৫ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-১৩,৭৫,৪৫০/- (তের লক্ষ পঁচাত্তর হাজার চারশত পঞ্চাশ টাকা )।
আরএক পৃথক অভিযানে ২০ বিজিবি এর অধীনস্থ বিওপিসমূহ কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে কয়া বিওপির টহলদল-কুপিজেসিক (যৌন উত্তেজক) ইনজেকশন-৪৫০ পিস, আটাপাড়া বিওপির টহলদল-ফেন্সিডিল-১৫০ বোতল, মংলা বিশেষ ক্যাম্পের টহলদল- ইয়াবা ট্যাবলেট-১,৯৮৫ পিস , ফেন্সিডিল-১২ বোতল, ঘাসুরিয়া বিওপির টহলদল ফেন্সিডিল-১০৮ বোতল, ভাইগড় বিওপির টহলদল-ভারতীয় বিভিন্ন প্রকার আতশ বাজী-৩৭৮ প্যাকেট ও শাড়ী-৪৪ পিস এবং দাউদপুর বিওপি টহলদল মোটর সাইকেল-০১ টিসহ ফেন্সিডিল-০৪ বোতল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য-১৭,১৫,৬০০/- (সতের লক্ষ পনের হাজার ছয়শত টাকা মাত্র)।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |