আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৫৭
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটিকায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মাহমুদপুর গ্রামের জনৈক মোঃ আব্দুল আজিজের খননকৃত পুকুর হইতে প্রায় ১৩শ শতকের পুরনো ০১ (এক) টি প্রতœতাত্তি¡ক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ (যার দৈর্ঘ্য-৪র্২র্ , ব্যাস-১র্৬র্ এবং ওজন-৬০০ কেজি) উদ্ধার করা হয়, ও্যাব কোম্পানী কমান্ডার এস,এম, ফজলুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে প্রতœতাত্তি¡ক নিদর্শনটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫,০০,০০,০০০/- (পনের কোটি) টাকা। প্রতœতাত্তি¡ক অধিদপ্তর কর্তৃক উক্ত নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার নিমিত্তে একটি দল প্রেরণ করা হবে বলে জানান\ ।
প্রাথমিকভাবে নিদর্শনটি জিডিমূলে প্রতœতাত্তি¡ক জাদুঘর, পাহাড়পুর, বাদলগাছী, নওগাঁ এর নিকট হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |