জয়পুুরহাটে ২লক্ষ ৮৫ হাজার টাকার মাদক দ্রব্য উদ্ধার
জয়পুুরহাটে ২লক্ষ ৮৫ হাজার টাকার মাদক দ্রব্য উদ্ধার
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক / জয়পুরহাট–:-জয়পুুরহাট ২০ বিজিবির উদ্যোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দাউদপুর, ঘাসুরিয়া,বাসুদেবপুর,ডাংগাপাড়া,মংলা সীমান্তএলাকা থেকে ১টি মটর সাইকেল, ফেন্সিডিল,মদ,কুুুপিজেসিক ইনজেকশন, ইয়াবাটেবেলেটসহ ২লক্ষ ৮৫ হাজার টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে।