- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়ুপুরহাটে কয়েকদিন টানা ঝড় বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
জয়ুপুরহাটে কয়েকদিন টানা ঝড় বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
প্রকাশ: ১৫ মে, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি :-গত কয়েক দিন ঝড় ও বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা।
সরেজমিনে ঘুরে দেখ যায়,পুরানাপৈলের বামপুর, সগুনা, হেলকুন্ডা, বম্বু ইউনিয়নের সোটা হার ধারকী, বম্বু, আমদই ইউনিয়নের, পলি কাদেয়া, মীর গ্রামের অনেক ূপাকা ধান ঝড়ে মাটিতে পানির মধ্যে শুয়ে পরেছে। এতে ক্ষতির আশংকা করছে কৃষক রা।
অন্যদিকে কৃষি বিভাগ জানায়, খুব একটা ক্ষতি হবেনা। কয়েকদিন বৃষ্টি নাহলে সব ধান কৃষকেরা কেটে ঘরে তুলতে পারবে বলে আশাবাদ ব্যক্তকরেছেন।
Please follow and like us:
20 20