আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৯
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠিতে একাধিক ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে কিছুদিন সম্পর্কের পর আবার নুতন করে অন্য ছেলেকে পটানোর অভিযোগ ও তথ্য প্রমানসহ মিলছে স্বর্ন কিশোরি নামধারী তরুনী নাসরিন আক্তার সারার বিরুদ্ধে। শহরের ফকির বাড়ী বড় ভগ্নিপতির বাসায়বাস করা ঝালকাঠি রকারী মহিলা কলেজে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী এই তরুনীর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৪টি ছেলের সাথে প্রেম-ভালোবাসার নামে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ রয়েছে। সর্বশেষ এক বছর ধরে প্রেম ও পারিবারিক ভাবে বিবাহের প্রস্তাব চলাকালে ৪র্থ প্রেমিক যুবায়ের আদনানের হাতে ধরা পড়ায় এখোন তাকে ফাসাতে ২ সেপ্টেম্বর শুক্রবার রাতে ঝালকাঠি থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ঝালকাঠির নামধারী স্বর্ণকিশোরী এই তরুনীকে কেন্দ্র করে শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় বইছে। আবার অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘ঝালকাঠিতে আরেক মিন্নির উত্থান, রিফাতের মত ধ্বংস হতে পারে আরো অনেক যুবকের পরিবার’মর্মে সবাইকে সাবধান করছে।
সরেজমিন অনুসন্ধানে মিন্নি হয়ে ওঠা নামধারী স্বর্ণকিশোরী তরুনী নাসরিন আক্তার সারার প্রেমের নামে অর্থ হাতানোর একাধিক গল্প বেড়িয়ে এসেছে। কে এই নাসরিন আক্তার সারা কি হয়েছিল শহরের ফকিরবাড়ি এলাকার নাসরিন আক্তার সারার বোনের বাসায়? কেনই বা এই ছেলে তার সাজানো নাটকে পা বাড়ালো। যেখানে বছর খানিক প্রেমের সম্পর্কের পর পারিবারিক সম্পর্কের দিকে এগোচ্ছিল হঠাৎ আজ কেন তার বিরুদ্ধে আনা হলো নির্যাতনের অভিযোগ? সকলেরই মনে এই প্রশ্নের উত্তের খুজতে গিয়ে বেড়িয়ে এছেন একাধিক চাঞ্চল্যকর তথ্য।
জানাগেছে, প্রেমের নামে অর্থ হাতানোই পেশা ও নেশা হিসাবে নেয়া এই নাসরিন আক্তার সারা কিশোরী বয়স থেকে প্রেমের খেলায় পারদর্শী হয়ে ওঠে এবং তার সাবেক দুই প্রেমিকের সাথে প্রেমের খেলায় অর্থ-বাণিজ্যের রেশ কাটলে তাদের সাথে প্রেমের বিচ্ছেদ ঘটে। চলতি বছরের জানুয়ারিতে বাবা মায়ের একমাত্র ছেলে জুবায়ের আদনানের সাথে ৪র্থ প্রেমিক হিসাবে সারার সম্পর্কের পথ চলা শুরু করে ক্রমেই সেই প্রেম পৌঁছায় পারিবারিক সম্পর্কে। প্রেমের সম্পর্কের সূত্র ধরেই বিভিন্ন সময় সারা ও তার পরিবারের সাথে ওঠাবসায় জুবায়েরের ব্যাপক ঘনিষ্ঠতা তৈরি হয় ঐ পরিবারের সাথে। আর এই ঘনিষ্ঠতার সূত্র ধরেই অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় জুবায়েরের কাছ থেকে বিভিন্ন সময় পাঁচ হাজার, কখনো দশ হাজার টাকাও ধার বাবদ নিয়ে আসছিল সারা ও তার পরিবার।
তাদের এসম্পর্কের বিষয় নিয়ে জুবায়ের তার মাদ্রাসা শিক্ষক পিতাকে জানালে পারিবারিক ভাবে তারা নাসরিন আক্তার সারাকে পারিবারিক ভাবে দেখতে আসে।তবে জুবায়েরের পিতা খোঁজ খবর নিয়ে সারার চারিত্রিক বিভিন্ন কাহিনী, পরিবারের মানসিকতার ও সারার ফেসবুকে অসন্তোষজনক তৎপরতা দেখে বিয়েতে অমত করলে সারার পরিবারে অসন্তোষ সৃষ্টি হয়ে। সারা তার মা-বড় বোন জুবায়ের আদনানকে তাদের বাসায় ডেকে নিয়ে নানা পরামর্শদেয় ও সারা জুবায়েরকে নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তাব দিলে সে অসম্মতি জানিয়ে বাবা-মাকে ম্যানেজ করেই বিয়ে করবে বলে জানায়।
এঅবস্থার মধ্যেই জুবায়ের পাশাপাশি সারা আরো একাধিক সম্পর্কে জড়িয়ে পরার বিষয়টি জানতে পেরে জুবায়ের দিশেহারা হয়ে পড়ে। এ নিয়ে সারা ও তার পরিবারের সাথে কথা বলার জন্য শুক্রবার দুপুরে জুবায়ের সারার বড় বোনের বাসায় যায়। সেখানে বরিশাথে এক যুবক ও সারার ৫ম প্রেমিকের সাথে দুজনে খোশগল্পে মগ্ন অবস্থায় জুবায়ের আদনানের হাতেনাতে ধরা পরলে সে সারা আর তার বড় বোন সদর চৌমাথার বৌ-রানী বিউটি পার্লারের কর্মচারি আখিনুর আক্তার অনি কে জানালে তার উল্টো জুবায়েরের সাথে র্দূব্যবহার করে ও চর-থাপ্পর মেরে বাসা থেকে বেড় করে দেয়। এরপর সে চলে আসলে সারা ও তার পরিবার হামলা-মারধরের কাহিনী রটিয়ে এ ফিটিং মামলা দায়ের করে বলে জানাযায়।
অন্যদিকে স্বর্ণকিশোরী তরুনী নাসরিন আক্তার সারা তার দায়েরকৃত মামলা উল্লেখ করে, জুবায়ের তাকে বেশকিছু দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করায় জুবায়ের তাদের বাসায় ডুকে তার উপর হামলা, মারধর ও বাসায় ভাংচুর চালায় বলে দাবী করেন।
এব্যাপারে ঝালকাঠি থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ আবু হাতেরমিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় নাসরিন আক্তার সারা নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ করলে নারি ও শিশু নির্যাতন দমন আইনসহ দা:বি: ৩২৩ ও ৫০৬ ধারায় তা এজাহার হিসাবে নথিভ‚ক্ত করা হয় (মামলা নং-২)। মামলার তদন্ত ও আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |