আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৭
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই সন্তানের জননী এক গৃহবধ‚কে (২৫) কে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা মহিদুল হাসান হিরনকে আটকের পর আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে দায়েরকৃত ধর্ষন মামলায় পুলিশ গ্রেফতারকৃত হিরনকে আদালতের পাঠালে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় হয়েছে বলে জানাগেছে।
মামলার এজাহারে ওই নারী দাবী করেন, তারা উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাসিন্ধা। তার স্বামী ঢাকায় চাকুরি করার সুবাদে এলাকায় না থাকায় ছাত্রলীগ নেতা আসামী হিরন বিভিন্ন সময় তাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। গত শনিবার রাত ৮টার দিকে তার স্বামীর অনুপস্থিতিতে ছাত্রলীগ নেতা মহিদুল হাসান হিরন বাড়ির পেছনের গাছ বেয়ে ছাদে উঠে সেখান থেকে ঘরের ভেতরে প্রবেশ করে। জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধ‚কে জোরপ‚র্বক ধর্ষণ কালে সে ডাক-চিৎকার করলে শব্দ শুনে পরিবার ও আশেপাশের লোকজন এসে ধর্ষক হিরনকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে এলাকাবাসী তাকে পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে ছাত্রলীগ নেতা হিরনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নলছিটি থানায় মামলা করে।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা হিরনের পরকীয়া প্রেমের সম্পর্ক চালছিল এবং একবার তারা দুজনে পালিয়ে গেলে ওই গৃহবধূর পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। পরে ছাত্রলীগ নেতা হিরন ওই গৃহবধূকে তার পরিবারের কাছে ফেরত দিয়ে ঢাকায় চলে গেলে বিষয়টির সাময়িক সমাধান হয় ও গৃহবধূর পরিবার হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করা থেকে বিরত থাকে।
কিছুদিন পর হিরন এলাকায় ফিরে এসে গৃহবধূর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করে ও শনিবার রাতে সেই গৃহবধূর স্বামীর ঘরে ডুকে অনৈতিক কাজে জড়িত হওয়ার এলাকাবাসী হাতে আটক হয়। নলছিটি থানা পুলিশ গিয়ে হিরনসহ ওই গৃহবধূকে থানায় নিয়ে আসে ও জিজ্ঞাসাবাদ শেষে গৃহবধূ বাদী হয়ে হিরনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূ দুই সন্তানের জননী ও তার স্বামী রয়েছে। এঅবস্থায় সে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করায় হিরনের বিরুদ্ধে মামলা মামলার এজাহার রেকর্ড হয়েছে। রবিবার ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মাধ্যমে হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |