আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৮
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকঠিতে ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছে না দেয়ার প্রতিবাদ করায় বাসচালক ও হেল্পারের হামলায় আহত হয়েছেন অসুস্থ এক স্বামী,তার স্ত্রী ও শিশু সন্তানসহ ৩জন আহত হয়েছে। হামলায় আহত মমতাজ বেগম (৪০) তার স্বামী আব্দুল হক (৫৫)ও তাদের শিশু সন্তান কাওছার হোসেন (১০)কে উদ্ধার করে স্থানীয়রা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা জানায়, বৃহস্পতিবার সকালে বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ড থেকে শাপলা-শালুক নামের বাসের র্হেপার রাজাপুরে পৌঁছে দেয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তোলে ও গাড়ীতে তুলে ভাড়াও আদায় করে। পরে তাদেরকে রাজাপুরে না নিয়ে পথিমধ্যে ঝালকাঠি পেট্রলপাম্প মোড়ে নামতে বলা হয়। এতে প্রতিবাদ করলে গাড়ীর চালক ওই নারী যাত্রী মমতাজ বেগমকে বাস থেকে লাথি মেরে বাহিরে ফেলে দেয়। এসময় ওই নারীর স্বামী ও সন্তান এগিয়ে এলে বাসের চালক ও হেল্পারসহ তাদের লোকজন একযোগে তাদের উপরও হামলা চালিয়ে আহত করে ।
এবিষয়ে ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, এধরনের একটি ঘটনা তিনি শুনেছেন যা অত্যন্ত দুক্ষজনক। ওই বাসটিকে লাইন থেকে সড়িয়ে নেয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেয় হবে।
এ ব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখান পর্যন্ত ভ‚ক্তোভ‚গীরা থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |