আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৭
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে প্রতিদিন বেড়েই চলছে চুরি ও লুটপাটের ঘটনা ব্যবসায়ীদের মাঝে প্রতিমূহূর্ত বিরাজ করছে চোরাতংক। থানা পুলিশ চুরি ঠেকাতে একাধিক টিম করে রাতভর টহলে থাকলেও এর মধ্যেই প্রতিদিন ঘটছে চুরির ঘটনা। এ অবস্থায় নৈকাঠি বাজারের ৩টি ও উপজেলা সদরের বাগড়ী বাজারে ১টি দোকান চুরি করে পালানোর সময় স্থানীয় এলাকাবাসী ও ঝালকাঠি গাবখান টোলঘরের কর্মীরা চোরাই মালামাল বোঝাই ১টি ট্রাক ও চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে এঘটনা ঘটেছে।
জানাগেছে, নৈকাঠি বাজারের হানা দিয়ে আন্ত:জেলা চোর চক্র নৈশ প্রহরীদেরকে অ¯্ররে মুখে হাত পা বেধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা কেটে মালামাল ট্রাকে তুলে নেয়। একই চোরের দল উপজেলা সদরের বাগড়ী বাজারে কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) অফিস সংলগ্ন চায়না মটস্ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে মালামাল ট্রাকে তোলে।এ সময় প্রতিবেশিরা টের পেয়ে ডাকচিৎকার দিলে চোর চক্রটি মালে বোঝাইকৃত ট্রাকটি চালিয়ে দ্রæত পালিয়ে যায়।
এসময় উপজেলার বামনকাঠি গ্রামের কয়েকজন যুবক পিরোজপুর থেকে দুটি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঘটনা শুনে ট্রাকটির পিছে ধাওয়া করে ও গাবখান সেতুর টোল ঘরে মোবাইল ফোনে খবর পাঠায়। খবর অনুযায়ী টোল ঘরে থাকা লোকজন বরিশাল থেকে আসা পিরোজপুরগামী পাথর বোঝাইকৃত একটি ট্রাক রাস্তায় আড়াআড়ি করে পথে ভেরীগেট দিলে ট্রাকটি রাস্তার উপর রেখে সংঘবদ্ধ চোরের দল রাস্তার পাশের ধান ক্ষেতে ঝাপিয়ে পরে পালিয়ে জেতে সক্ষম হয়। এরপর ঘন্টাব্যাপী তল্লাশী চালিয়ে চোর চক্রের সদস্য নারায়নগঞ্জ বন্দর থানার বাসিন্দা মৃত আলী আকবরের ছেলে শাহ আলম (৫০)কে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ সময় টোলঘরের লোকজন ও ধাওয়াকারী যুবকরা ট্রাকের মধ্য থেকে হাত পা ও মুখ বাধাঁ অবস্থায় নৈকাঠি বাজারের নৈশ প্রহরী মোস্তফা ও রুস্তুমকে উদ্ধার করে। মোটরসাইকেল আরোহীরা ট্রাকটি ধাওয়া করার পূর্বে লোক মারফত মোবাইল ফোনে টহলরত পুলিশের এক কর্মকর্তাকে জানালেও রাজাপুর থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। গত একমাসে বেশ কিছু চুরির ঘটনা ঘটলেও রাজাপুর থানা পুলিশ একটি ঘটনারও কোন সুরাহা করতে পারেনি বরং প্রতিদিন বেড়ে চলছে চুরি ঘটনা।
এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, স্থানীয় জনগনের সহযোগীতায় একটি পাচ মে.ট. ট্রাক সহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আটককৃত শাহ আলমকে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |