আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৯
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-:- ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামে কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন বন্ধ করেছেন স্থানীয় ইউনিয়ন ভুমি কর্মকর্তা। গ্রামবাসি জানায়, গান্না ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের চন্ডিপুর মৌজায় ৯০ শতাংশ ধানি জমিতে বেআইনী ভাবে পুকুর খননের কাজ শুরু করে। স্থানীয় আমির হোসেন আমু এই জমি লিজ নিয়ে পুকুর খনন করছিলেন। কৃষি জমিতে পুকুর খনন করছে এমন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা অচিনদ্র নাথ বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধ করে দেন। এ ব্যাপারে ভূমি কর্মকর্তা অচিনদ্র নাথ বলেন অনুমতি বিহীন ধানী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করার খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়েছি। এদিকে সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামে নারায়ন চক্রবর্তী নামে এক ব্যক্তি অবৈধ ভাবে পুকুর কেটে গ্রামের রাস্তা নষ্ট করে দিচ্ছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ইউএনও বদরুদ্দোজা শুভ এবং এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনের বিধি নিষেধ তিনি মানছেন না। আবার ইউনিয়ন নায়েব পুকুর কাটার খবর গোপন করে যাচ্ছেন। অভিযোগ উঠেছে স্থানীয় সাধুহাটী ইউনিয়নরে ভূমি কর্মকর্তা মইনুল হোসেন এই অবৈধ পুকুর খনন বন্ধ করতে ইঁদুর বিড়ালের খেলায় মেতেছেন। তিনি জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন করতে কার্যত ব্যার্থ হচ্ছেন। সাধুহাটী ভুমি অফিসের নায়েব একাধিকবার ঘটনাস্থলে গিয়ে নিষেধ করেছেন বলে তিনি মিডিয়া কর্মীদের জানান। কিন্তু নারায়ন চক্রবর্তী তার কথা শুনছেন না বলেও আমতা আমতা করে বলেন। কি কারণে পুকুর খনন বন্ধ হচ্ছে না তা এলাকাবাসির কাছে পরিস্কার নয়। জমির প্রকৃত মালিক কমল ও অসিম কুমার অভিযোগ করেন, নারায়ন চক্রবর্তী পরের জমি দখল ও ছব্দুল নামে আরেক কৃষককের ভাল জমি নষ্ট করে পুকুর কেটে যাচ্ছেন। বংকিরা গ্রামের মাটি যাচ্ছে চুয়াডাঙ্গার ইটভাটায়। এতে এলাকার কোটি কোটি টাকার রাস্তা নষ্ট হচ্ছে। বংকিরা গ্রামের রফিকুল ইসলাম দলু অভিযোগ করেন, শত শত গাড়ি চলার কারণে তার ছাগলের একটি পা ভেঙ্গে গেছে। রাস্তার ধুলো উড়ে ঘরবাড়ি ভরে যাচ্ছে। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ না হলে সংঘর্ষ ও মারামারির আশংকা রয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |