আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৪
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ -ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড রোগিদের অক্সিজেন সিলিন্ডার পরিবহণের জন্য গাড়ী প্রদাণ করা হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার দুপুরে হাসপাতালের তত্বাবধায়কের হাতে গাড়ীর চাবি তুলে দেওয়া হয়। এর আগে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের তত্বাবধায়ক হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, তবিবুর রহমান লাবু, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকির হোসেন। এসময় বক্তারা, কোভিড নিয়ন্ত্রনে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহŸান জানান। পরে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা মুল্যের পিকআপ ভ্যানটি হস্তান্তর করা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |