- প্রচ্ছদ
-
- খুলনা
- ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ
ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশ: ৩ জুলাই, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
তারেক জাহিদ, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমানের নেত্বত্বে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
কোভিড-১৯ মোকাবেলায় কঠোর লাডাউনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ১০০ প্যাকেট খাবার অসহায়,কর্মহীন,গরীব ও দুঃস্থদের জন্য প্রস্তূত করা হয়েছে। প্রতিটি প্যাকেটের মধ্যে আছে ১০ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি ডাউল,১লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্ৰাম লবণ।
এসময় প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান হলিধানী ইউনিয়নবাসিদের উদ্দেশ্য করে বলেন ঘরে থাকুন নিরাপদে থাকুন। জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে মাস্ক পরুন এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করুন।
উল্লেখ্য, এর আগে করোনাকালীন ক্ষতিগ্রস্থ ৫০০, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২০০ ও ২৫টি পরিবারের সাহায্যার্থে ত্রাণ কার্য(নগদ)অর্থ বিতরন করা হয়েছে।
Please follow and like us:
20 20