আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমিকে অপহরণের অভিযোগ উঠেছে। এই অপহরণের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ইবির সাবেক ছাত্রলীগ নেতা আবুজার গিফারী গাফফারসহ তার সঙ্গীরা জড়িত বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে প্রমি অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে তার সহপাঠীরা। রোববার সকালে শহরের কেজি কলেজ ও সরকারী নরুন্নাহার মহিলা কলেজ থেকে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল দুইটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘন্টাব্যাপী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন জানান, শনিবার বিকেলে প্রমি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন প্রমি জোরর্পূবক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তিনি তার মেয়েকে ফেরত ও অপহারণকারী গাফফারের শাস্তি দাবী করে বলেন, দীর্ঘদিন ধরে প্রমিকে উত্যাক্ত করে আসছিল গাফ্ফার। সানজানা ইসলাম ওহি নামের প্রমির এক সহপাঠী বলেন, প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপরহরণ করে নিয়ে গেছে তাদের তিনি গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, প্রমির কোন ক্ষতি হলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে। পরে পুলিশ ও জেলা প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, অপহরণের ঘটনায় থাকায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |