স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ–ঝিনাইদহে চলতি বোরো মৌসুমের ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার সাধুহাটি গ্রামের সদর কৃষি অফিসের আয়োজনে কৃষক নাজিরুল ইসলামের ক্ষেতে নমুনা কর্তনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সাধুহাটি ইউনিয়নের কাজী নাজির উদ্দিনসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ৮০ হাজার ২’শ ৮৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার ব্রি-ধান-৮২, ২৮সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |