আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। রোববার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই এলাকার পীর মোহাম্মদ’র ছেলে আফতাব উদ্দিন ও আফতাব উদ্দিনের ছেলে বিক্রম। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানায়, বেশ কয়েক দিন যাবত প্রতিবেশী আব্দুল আজিজ, মোস্তফা, শাকিল ও সোহেলের সাথে জমি নিয়ে আফতাব উদ্দিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপুর্ণ জমির সীমানা নির্ধারণের জন্য মাপা হচ্ছিল। তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিবেশীরা আফতাব উদ্দিন ও তার ছেলে বিক্রমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে প্রতিপক্ষরা। সেই সাথে তাদের কাছে থাকা মোটর সাইকেল ভাংচুর করে নিয়ে যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আমরা একটা এজাহার পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |