আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৩৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাশেদ হোসেন, রাসেল হোসেন, নুর ইসলাম, সোহরাব, দুলাল সহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার কাশিমপুর গ্রামে পিতার জমিতে নতুন ঘর তৈরির চেষ্টা করছে রাশেদ হোসেন। আর তাতে বাধা দেয় বড় ভাই রাসেল হোসেন। এনিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দ্বন্দ চলছিল। এরই জেরে রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। সেসময় তাদের মধ্যে অন্তত ১২ জন আহত হয়। পরে আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিেেযাগ দিলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |