আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড চালানোর খবর পেয়ে র্যাব-৬ রনি আহম্মেদ (৩১) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে। রনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও পান্তাপাড়া গ্রামের লাল্টু বাহিনীর সদস্য। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি মোবাইল সেট ও দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়।
ঝিনাইদহ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ১৪ জুলাই মধ্যরাতে খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের হারেজ মোড় থেকে তাকে আটক করা হয়। কোন কিলিং মিশন বাস্তাবায়নের জন্য রনি সেখানে অপেক্ষা করতে পারে বলে র্যাবের সুত্রগুলো জানায়। এদিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে ৬ কেজি ৯’শ গ্রাম গাজা ও ৫০০ মিলি বিদেশী মদসহ দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ছিনাইদহ র্যাব। দেলোয়ার মহেশপুরের বড়বাড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে। র্যািবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদক কেনাবেচার খবর পেয়ে র্যাব বড়বাড়ি গ্রামে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা দেলোয়ার পালানোর চেষ্টা করে। এ সময় তার কাছ থেকে ৬.৯ (ছয় কেজি নয়শত গ্রাম) গাজা ও ৫০০ মিলি বিদেশি মদ জব্দ করা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |