স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে চাকরি হারানো বিজিবি সদস্য বহিরাগত নারীসহ জনতার হাতে আটক, সেই বাসায় অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্ম্যমান আদালতে বিজিবি সদস্য’র জেল ও জরিমানা করা হয়েছে। জানা গেছে ১৭ এপ্রিল শনিবার সকালে ঝিনাইদহ শহরের শামীমা ক্লিনিকের বিপরীতে মাজমাদার পাড়ার আঃ রাজ্জাকের বাসার ভাড়ায় থাকেন ঝিনাইদহ শহরের হামদহ ৩ নং পানির ট্যাংকিপাড়ার খোন্দকার মিজানুর রহমানের ছেলে বহিস্কৃত বিজিবি সদস্য মাহবুবুরার রহমান মিলন। আনুমানিক ৯ মাস পুর্বে বিজিবি সদস্য মাহবুবুরার রহমান মিলন বহিস্কৃত হয়। মিলনের প্রথম স্ত্রী তালার হওয়ার পর দ্বিতীয় স্ত্রীর সাথে সাংসারিক গোলোযোগের কারনে তার বর্তমান ২য় স্ত্রী রিয়া বেগম ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন। পরে শনিবার সকালে জেলার কালীগঞ্জ উপজেলার মিকাইলের মেয়ে মিতুর সাথে মিলনের একই বাসায় যাপন করছে মর্মে তার বর্তমান স্ত্রী রিয়া বেগম স্থানীয়রা জানতে পেরে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানা পুলিশ ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবরুদ্ধ মিলনের রুম তল্লাশি করা হয়। এসময় তার বাসা থেকে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা উদ্ধার করে পুলিশ। সেসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে মিলনকে সাজা হিসেবে ২৩ মাসের জেল প্রদান করেন ও মিতুকে সদর থানা পুলিশ হেফাজতে সোপর্দ করেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |