আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৬
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ শহরের পাগলাকানায় এলাকায় বিকাশ প্রতারনা করে হাতিয়ে নিল ২০ হাজার টাকা। ঘটনার পর ঝিনাইদহ সদর থানায় থানায় জিডি করেও উদ্ধার হয়নি ঐ ব্যাক্তির টাকা। এঘটনায় ভুক্তভোগীর পরিবারে হতাশা আর আতঙ্ক বেড়েছে। এব্যাপারে ঝিনাইদহ সদর থানায় জিডি করা হয়েছে। জিডি নাম্বার-২০১। তারিখ-২০.০৩.২০২২ ইং। জিডিতে ভুক্তভোগী পাগলা কানাই সড়কের আব্দুল মালেকের ছেলে রফিকুল ইসলাম জানান ২০/০৩/২০২২ ইং তারিখ সকাল ১০.৩২ মিনিটের সময় অমার বিকাশ একাউন্ট ০১৭২১-৮৫৬৭১০ নাম্বারে অপরিচিতি ০১৮২৭-৯৭৮৯৭২ নাম্বার থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে। আমি তার পরিচয় জানতে চাইলে সে জানায় আমি একজন বিকাশ অফিসার আমি বিকাশ অফিস থেকে বলছি আপনার বিকাশ একাউন্টে একটু সমস্যার কারণে আপনার বিকাশ উকাউন্ট নাম্বারটি আমরা বন্ধ করে দিয়েছি। তারপর আমি আমার কর্মব্যাস্থতা দেখিয়ে আমি ফোনটির সংযোগ বিচ্ছিন্ন করি। অতঃপর আমি ঝিনাইদহের বিকাশ অফিস এ গিয়ে বিষয়টি জানানোর পর তারা আমাকে জানায় আমার একাউন্টে কোন ব্যালেন্স নাই এবং ৫০ টাকা মিনিমায় ব্যালেন্স ক্যাস ইন করতে বলে। অথচ ইতোপূর্বে আমার মোবাইলের বিকাশ একাউন্টে ২১,০৪৩.৬৭ টাকা ছিল। এব্যাপারে তদন্তের দায়িত্বে থাকা ঝিনাইদহ সদর থানার এসআই জাকারিয়া তদন্ত চলমান রয়েছে মর্মে সাংবাদিকদের জানিয়েছেন।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |