জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
গতকাল বিশ্ব ভালবাসা ও ঋতুরাজ বসন্ত দিবসে ঝিনাইদহে সাংবাদিক পুত্রের দশমতম জন্মদিন পালিত হয়েছে। জন্ম হউক ধন্য তোমার কর্ম হউক ভাল, ফুলের মতো ফুটবে তুমি দেশ ও জাতির জন্য। জন্ম দিন উপলক্ষে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক দেশেরবানী পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ জাহিদুর রহমান তারিক ও মোছাঃ হাজেরা খাতুন লাকি’র প্রথম পুত্র মোহাম্মদ আলীর নবম তম জন্মদিন রবিবার বিকালে উপশহর পাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মোহাম্মদ আলী ২০১২ সালের ফেব্রুয়ারী মাসের বিশ্ব ভালবাসা দিবসে খ্যাত ১৪ তারিখে জন্মগ্রহন করে। সে শহরের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন “জেকে প্রঅতমিক বিদ্যালয়ের” চতুর্থ শ্রেনীর ছাত্র ও সাংবাদিক দম্পতির কন্যা মরিয়ম প্রথম শ্রেনীতে লেখাপড়া করে। জন্মদিন উপলক্ষে দোয়া দরুদ, কলেমা ও মিলাদ মাহফিল এবং কেক কাঁটাসহ নানা ধরণের আয়োজন করা হয়। সেসময় মোহাম্মদ আলীর বন্ধু ও তার বোন মরিয়মের বান্ধবীরা উপস্থিত ছিলেন। এদিকে তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন উপশহরপাড়ার প্রবীনেরা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রাইহান ও সহ সভাপতি আসিফ কাজলসহ অন্যান্য হিতাকাঙ্খীরা। অনুষ্ঠান শেষে দু’সন্তান মোহাম্মদ আলী ও মরিয়মের জন্য সাংবাদিক দম্পত্তি মোঃ জাহিদুর রহমান তারিক ও মোছাঃ হাজেরা খাতুন লাকি সবার কাছে দোয়া কামনা করেছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |