আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:১১
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা:ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুজ্জামান বেল্টু গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মরহুম শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম শহীদুজ্জামান বেল্টু দেশের মানুষ ও দলের কল্যাণে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদহ জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।
আমি শহীদুজ্জামান বেল্টু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা:ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুজ্জামান বেল্টু গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “শহীদুজ্জামান বেল্টু’র মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মৃত্যুতে আমিও গভীরভাবে সমব্যাথী। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম শহীদুজ্জামান বেল্টু বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন পরিচিতজন। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যানমূলক কাজে তিনি যে অবদান রেখেছেন সেজন্য এলাকাবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বলিষ্ঠ নেতা হিসেবে মরহুম শহীদুজ্জামান বেল্টু নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর মতো বলিষ্ঠ ও সাহসী রাজনীতিকের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
আমি শহীদুজ্জামান বেল্টু’র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকবিহব্বল পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |