আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৮
বিডি দিনকাল ডেস্ক :সকাল থেকে রাজধানীজুড়ে থেমে থেমে বৃষ্টি ভোগান্তির মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন কর্মজীবী মানুষ সহ ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষও।
আজ ভোররাত থেকে টানা বৃষ্টির ফলে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটের আশপাশের এলাকায় সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যতম ব্যস্ততম উত্তরা-বিমানবন্দর সড়কে। তীব্র যানজট তৈরি হয়েছে ওই সড়কে। এই যানজটের রেশ পড়েছে রাজধানীর অন্য সড়কেও। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন কর্মজীবী মানুষ সহ ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষও । আজ সকাল থেকেই ওই সড়কে এ চিত্র দেখা গেছে।
দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাজীপুরের মুন্নু সিরামিকের সামনের রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। তাছাড়া রাস্তা কিছুটা ভাঙা রয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। তবে উত্তরা থেকে বনানীমুখী রাস্তা ফাঁকা আছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে গাজীপুরের টঙ্গি-চেরাগআলী এলাকার সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে পার হচ্ছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |