আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৮
২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও দোয়ার আয়োজন করে গাজীপুর ডেস্কঃ- মহানগর তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দত্তপাড়া এলাকায় বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের বাসভবনে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের প্রায় ৩শ নেতাকর্মী। পরে সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার বিএনপি সাবেক সভাপতি শরাফত হোসেন, সাবেক কাউন্সিলর আলেক, আব্দুল মোমেন, ও জসিম দেওয়ানসহ অঙ্গ সংগঠনের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক দল নেতা সদস্য ও গাজীপুর মহানগরের সাবেক আহবায়ক সালাউদ্দিন সরকার। তবে আটক নেতাকর্মীদের নাম তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ।
সালাউদ্দিন সরকার বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার বাস ভবনে নেতাকর্মীদের নিয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। সন্ধ্যায় একদল পুলিশ আমাদের শান্তিপূর্ণ এ আলোচনা ও দোয়া মাহফিল প্রবেশ করে নেতাকর্মীদের ধাওয়া দেন। নেতাকর্মীরা ভয়ে ছোটাছুটি শুরু করলে পুলিশ আমাকে পুলিশ ভ্যানে তুলি নেয়। এ সময় শান্তিপূর্ণ সভাস্থল থেকে আমাদের নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় আমাকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে দেয়। সালাউদ্দিন সরকার বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করতে শুরু করেছে। এই বর্তমান ফ্যাসিবাদী সরকার সমাবেশ মহাসমাবেশ বান চালের যতই চেষ্টা করুক না কেন বিএনপির মহাসমাবেশ সফল এবং সার্থক হবে এবং সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |