আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৩
বিডি দিনকাল ডেস্ক:- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেয়ার। কিন্তু জোহানেসবার্গে হার দেখলো টাইগাররা। টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান করে বাংলাদেশ। ৩৪ রানে ৫ উইকেট হারাানোর পর আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে মান বাঁচে দলের। জবাবে ৭ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ‘পিংক ডে ক্রিকেট’ হিসেবে উদযাপন করে সিএসএ। তবে ব্যাটিংয়ে নেমেই যেন এলোমেলো হয়ে গেলো বাংলাদেশের ব্যাটাররা। শুরুতেই জোহানেসবার্গের উইকেটে আগের ম্যাচের তুলনায় বাড়তি বাউন্স পেয়েছে রাবাদা, তাতে একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।
এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার, প্রথমটি ছিল টাইগারদের বিপক্ষেই নিজের অভিষেক ম্যাচে।
জবাব দিতে নেমে অসুস্থতা কাটিয়ে ফেরা কুইন্টন ডি ককের বিস্ফোরক ব্যাটিংয়ে কেবল ৪৪ বলে এসেছে উদ্বোধনী জুটির পঞ্চাশ। ৮৬ রানের এই জুটি ভাঙে ইয়ানেমান মালান ২৬ রানে আউট হওয়ার পর। ৯ চার ও ২ ছয়ে ডি কক ৬২ রান করে আউট হলেও ততক্ষণে সহজ জয়ের লক্ষ্য পেয়ে যায় স্বাগতিকরা। তাকে ফেরান সাকিব আল হাসান। এরপর আফিফ হোসেন বিদায় করেন টেম্বা বাভুমাকে। ৫২ বলে তিন চার ও এক ছক্কায় ৩৭ রান করেন তিনি। অন্যদিকে তার সঙ্গী কাইল ভেরেইনা ততক্ষণে ফিফটি তুলে নিয়েছেন। ১৭৬ রানে তিন উইকেট হারানো প্রোটিয়া ব্যাটার আর দলকে বিপদে পড়তে দেননি। তার ব্যাট থেকে আসে ৭৭ বলে অরাপজিত ৫৮ রানের দারুণ ইনিংস।
আগামী ২৩শে মার্চ সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
এর আগে ১৯৪/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলে টাইগারদের লজ্জা থেকে বাঁচান আফিফ হোসেন ধ্রুব। সাত নম্বরে ব্যাট হাতে ১০৭ বলের ইনিংসে আফিফ হাঁকান ৯টি চার। আট নম্বর ব্যাটার মেহেদী হাসান মিরাজ করেন ৩৮ রান। বল হাতে ১০ ওভারের স্পেলে ৩৯ রানে পাঁচ উইকেট নেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
জোহানেসবার্গে ৩২ রানে পঞ্চম উইকেট খোয়ানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল বাংলাদেশ। তবে আবারো ওই ২৫ রান করলেন মাহমুদুল্লাহ রিয়াদ! দলীয় ৯৪ রানে শামসির বলে খোঁচা দিয়ে লেগ স্লিপে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। এতে ভেঙে যায় বাংলাদেশের আশা জাগানিয়া জুটি। আফিফ হোসেন ও রিয়াদের জুটিতে আসে ৬০ রান। সিরিজের প্রথম ওয়ানডেতেও ২৫ রান করেছিলেন মাহমুদুল্লাহ।
এর আগে টপ অর্ডারদের ব্যর্থতার দিনে দৃঢ় ব্যাটিংয়ে ক্রিজে থাকার চেষ্টা করছিলেন মুশফিকুর রহীম। তবে ব্যর্থতা সঙ্গী হয়েছে মিস্টার ডিপেন্ডেবলেরও। ৩১ বলের ১২ রান করে ফিরেছেন সাজঘরে।
এক ম্যাচের ব্যবধানে এ যেনো অন্য বাংলাদেশ। হাফসেঞ্চুরির পসরা সাজিয়ে বসা টাইগাররা এবার পড়েছে ব্যাটিং ধসে। এরইমধ্যে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। সবশেষ উইকেট হিসেবে ক্রিজ ছেড়েছেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান ইয়াসির আলী চৌধুরী।
মাত্র ২৩ রানে তিন উইকেট হারানোর পর থিতু হওয়ার চেষ্টায় মাটি কামড়ে খেলছিলেন ইয়াসির-মুশফিক। ১৪ বলে মাত্র ২ রান করা ইয়াসির সর্বোচ্চ চেষ্টায়ওই হতে পারেননি থিতু। রাবাদার উইকেটে পরিণত হন তিনি।
১২.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান। ৩১ বলে ১২ রান নিয়ে ধীরেসুস্থে ইনিংস বড় করার চেষ্টায় মুশফিক রয়েছেন ক্রিজে।
২৩ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের
আফগান সিরিজে লিটন দাস ছাড়া কেউই ব্যাট হাতে ছিলেন না নিয়মিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুর পাঁচ ব্যাটারের ৪ জনই বড় ইনিংস খেলে দুঃসময় পেছনে ফেলার আভাস দিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখছে টিম টাইগার্স। মাত্র ২৩ রানেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
৮ রানে তামিম-সাকিব সাজঘরে ফেরেন। এরপর লিটন দাসও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে। ৭.১ ওভারে ১৫ রান করে কাগিসো রাবাদার শিকার হন তিনি।
৭.৪ ওভার শেষে ৩ উইকেটে ২৪ রান বাংলাদেশের।
তামিম ১, সাকিব শূন্য
আফগানিস্তান সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন তামিম ইকবাল। ঘরের মাঠে রান খরায় ভোগা টাইগার অধিনায়কের ব্যাট দক্ষিণ আফ্রিকায় হেসেছে। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলে বাংলাদেশের জয়ে রাখেন বড় ভূমিকা। তবে দ্বিতীয় ম্যাচে ফের ব্যর্থ হলেন তামিম। মাত্র ১ রানে ফিরলেন সাজঘরে। তামিমের পর ডাক মারেন সাকিব আল হাসান।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ধীরে-সুস্থে করেন দুই ওপেনার তামিম ও লিটন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না তামিম। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২.২ ওভারে লুঙ্গি এনগিডি বলে ক্যাচ তুলে দেন তামিম।
তামিমের বিদায়ের পর সাকিবও হন ব্যর্থ। ৫টি বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।
৩.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮ রান।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০ বছরের আক্ষেপ মোচন হয়েছে বাংলাদেশের। সাকিব-মিরাজদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে টাইগাররা। এবার জোহানেসবার্গে সিরিজ জয়ের লক্ষ্যে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন্নে, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনে, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |