আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৬
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের ঘাটাইলে পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন সাবেক তিন মেয়র। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহীদ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু এবং নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়ছেন আরেক সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া। উৎসবমুখর পরিবেশে তিন মেয়র প্রার্থী বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলি, চায়ের দোকান ও বাসা বাড়িতে গিয়ে ভোট চাইছেন। উঠান বৈঠক করা’সহ বিভিন্ন কৌশলে মাঠঘাট চষে বেড়াচ্ছেন। কেউ উন্নয়নের কথা বলে চলমান কাজকে এগিয়ে নিতে ভোট প্রার্থনা করছেন। আবার কেউ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন ও আধুনিক বাসযোগ্য মডেল পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। আবার কেউ পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের কথা বলছেন।
বর্তমান মেয়র শহিদুজ্জামান খান শহীদ বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু। তিনি তার সময়ে ঘাটাইল পৌরসভায় দৃশ্যমান ব্যাপক উন্নয়ন হয় বলে দাবি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। পৌর এলাকার সুধীজন ও কর্মীরা স্বতঃস্ফূর্ত ভোটারদের কাছে গিয়ে সাবেক মেয়র মঞ্জুরুল হকের জন্য ভোট প্রার্থনা করছেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়ছেন আরেক সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া। তিনিও তার কর্মী সমর্থকদের নিয়ে ভোটের মাধ্যমে জয়ের বিষয়ে আশাবাদী।
ঘাটাইল পৌর নির্বাচনের দামামা বেজে উঠার পরপরই সাবেক ৩ মেয়র প্রার্থীতা ঘোষণা করায় ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে ঘাটাইলের পৌর এলাকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করছেন প্রার্থীরা। এতে ভোট উৎসবের আমেজ বিরাজ করছে।
মেয়র শহিদুজ্জামান খান শহীদের কর্মী সমর্থকরা ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মঞ্জুরুল হকের অতীতের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জগ মার্কায় ভোট চাইছে পৌর এলাকার সুধীজন ও কর্মী সমর্থকরা।
আরেক সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়ার কর্মী সমর্থকরাও মানুষের দ্বারে দ্বারে গিয়ে নারিকেল গাছ মার্কায় ভোট প্রার্থনা করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ঘাটাইল পৌরসভায় ভোটগ্রহণ আগামী ২৮শে নভেম্বর।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |