আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০৪
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইল বনবিভাগের জাতীয় উদ্যান সদর,বেড়িবাইদ,গাছাবাড়ি বিটের দায়িত্বে থাকা বিট অফিসার এসএম হাবিবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সে নিজেকে সব সময় রেঞ্জ অফিসার ও গনপূর্ত মন্ত্রীর আতœীয় হিসাবে পরিচয় দেয় এবং নিয়মিত কার্যালয়ে থাকেন না। সিএনজি ভাড়া করে তিনটি বিটে ঘুরে বেড়ায়। বেড়িবাইদ স্টাফ সোহাগের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে জলঐ গেষ্ট হাউজে অসামাজিক,অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে। কোন সাংবাদিক গেষ্ট হাউজ দেখতে চাইলে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখে ভিতরে ঢুকতে দেয় না। প্লটের দলিল,মামলার ভয়ভীতি,বনের জমি অন্যকে ব্যবহার করার সুযোগ দিয়ে লাখ লাখ টাকা ঘুষ আদায় করে প্রায় অর্ধকোটি টাকা আতœসাৎ করেছে। জাতীয় উদ্যান সদর বিটে লস্কর মেম্বারের মাধ্যমে ঘুষের টাকা কালেকশন করে থাকে। গাছাবাড়ি ও বেড়িবাইদ বিটে আব্দুস ছাত্তার,নয়ন,বাদশা,রুবেল মেম্বারের মাধ্যমে ঘুষের টাকা কালেকশন করে থাকে। প্লটের দলিল দিবে বলে প্রতিজনের নিকট থেকে ১০হাজার টাকা আদায় করার অভিযোগ রয়েছে না দিলে প্লট বাতিল হবে বলেও হুমকি-ধামকি দিয়ে থাকে। বন মামলার হুমকি দিয়ে জলছত্রের মজিবর ডাক্তারের নিকট থেকে দেড় লাখ টাকা,বেলায়েতের নিকট থেকে ৩লাখ ৪০হাজার টাকা,গাছাবাড়ির শামসুলের নিকট থেকে ২লাখ টাকা,কাকরাইদের বাবুল মাষ্টারের নিকট থেকে ২লাখ ৫০হাজার টাকা ঘুষ আদায় করেছে। এরকম আরো অহরহ ঘটনা রয়েছে। এছাড়া মুক্তাগাছা বানারপাড় ইটভাটার মালিক নুরুর নিকট থেকে মাসিক ২লাখ টাকা ঘুষ নিয়ে থাকে। এ দুর্নীতিবাজ কর্মকর্তা কথায় কথায় দাম্ভিকতার সহিত বলে বেড়ায় আমি গনপূর্ত মন্ত্রীর লোক আমি যতই অনিয়ম-দুর্নীতি করি না কেন? কেউ আমার কিছু করতে পারবে না। এ বিষয়ে জাতীয় উদ্যান সদর,গাছাবাড়ি,বেড়িবাইদ বিটের বিট অফিসার এসএম হাবিবুল্লাহর মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |