- প্রচ্ছদ
-
- ঢাকা
- টাঙ্গাইলের সখিপুরে চারটি ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই,নৌকার নৌকা বিজয়ের সম্ভাবনা
টাঙ্গাইলের সখিপুরে চারটি ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই,নৌকার নৌকা বিজয়ের সম্ভাবনা
প্রকাশ: ৪ জুলাই, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধিঃ- টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া,বড়চওনা,হাতীবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি চারটি ইউনিয়নে আগামী ১৭জুলাই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ২১ জুন বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী রাহাত খান টিপু(গামছা) নির্বাচিত হওয়ায় পাশের উপজেলা সখিপুরের চারটি ইউনিয়নে গামছা প্রতীকের প্রার্থীরা উজ্জীবিত। নৌকা প্রার্থীদের বিরুদ্ধে নৌকার বিদ্রোহী প্রার্থী,স্বতন্ত্র প্রার্থীএকাধিক হওয়ায় আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের ভোটেই নৌকা প্রার্থীদের বিজয়ের সমূহ সম্ভাবনা রয়েছে। চারটি ইউনিয়নের মধ্যে কালিয়া ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আ.লীগ নেতা দেলোয়ার হোসেন সাথী(নৌকা) তার সাথে প্রতিদ্বন্ধিতা করছেন আ.লীগ নেতা অবিভক্ত কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.জামাল হোসেন(মোটর সাইকেল),আরেকজন সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন(আনারস)। বড়চওনা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন স্থানীয় এমপি ,টাঙ্গাইল জেলা আ.লীগ সম্পাদক এড.,জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর বিয়াই(ভাতিজির শ্বশুর) ইউসুফ ভূইয়া(নৌকা),এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগ তিনবারের সহ-সভাপতি আজহারুল ইসলাম(মোটর সাইকেল)। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ চাচা-ভাতিজা নির্বাচন করছেন। এরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি(বহিস্কৃত),অবিভক্ত কালিয়া ইউনিয়নরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সরকার লাল(চাচা) স্বতন্ত্র(আনারস) প্রার্থী হিসাবে এবং ভাতিজা বড়চওনা বনিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান(গামছা) স্বতন্ত্র প্রার্থী আ.গফুর হিরু(চশমা),জাতীয় পার্টির শফিকুল ইসলাম শফি(লাঙ্গল),রফিকুল ইসলাম(মশাল)। হাতীবান্ধা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক স্থানীয় এমপি,টাঙ্গাইল জেলা আ.লীগ সম্পাদক এড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর ভাগিনা রনি আহমেদ(নৌকা),স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন আ.লীগ নেতা শাহজাহান খান রবিন(মোটর সাইকেল),হুমায়ুন(আনারস),কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী বিধু ভূষন সরকার(গামছা)। হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন অবিভক্ত হাতীবান্ধা ইউনিয়নে বার বার নির্বাচিত চেয়ারম্যান আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন(নৌকা),স্বতন্ত্র প্রার্থী হিসাবে এ ইউনিয়নে নির্বাচন করছেন বিএনপি নেতা আব্দুস সামাদ খান(ঘোড়া) এবং সর্বজনবিদিত আরফান খান রাজাকারের ছেলে এমদাদুল হক খান(মোটর সাইকেল), শামসুল হক শামসু(চশমা)কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন উরফে নয়ন হাজী(গামছা)। চারটি ইউনিয়নের সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে একাধিক প্রার্থী থাকায় নৌকা প্রতীকের প্রার্থীরা ্প্ভএগিয়ে রয়েছে। এর মধ্যে হাতীবান্ধা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ পশ্চিম এলাকার একক প্রার্থী হওয়ায় বিজয়ের বিষয়ে বেশী আশাবাদী বলে রনি জানিয়েছেন। আগামী ১৭জুলাই ইউপি নির্বাচনে নৌকার বিজয়ের সমূহ সম্ভাবনা রয়েছে বলে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।
Please follow and like us:
20 20