- প্রচ্ছদ
-
- ঢাকা
- টাঙ্গাইলের সখিপুর উপজেলার চারটি ইউপি নির্বাচনে ৫ জন চেয়ারম্যান,সাধারণ ইউপি সদস্য পদের ৪জন প্রার্থীর মনোনয়ন বাতিল
টাঙ্গাইলের সখিপুর উপজেলার চারটি ইউপি নির্বাচনে ৫ জন চেয়ারম্যান,সাধারণ ইউপি সদস্য পদের ৪জন প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রকাশ: ১৯ জুন, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধি :-টাঙ্গাইলের সখিপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই -বাছাই করে ৫ জন চেয়ারম্যান,সাধারণ ইউপি সদস্য পদের ৪জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউল হক চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
সোমবার( ১৯জুন) উপজেলা নির্বাচন কার্যালয়ে দীর্ঘসময় প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই-বাছাই করে চুড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন অফিসার। সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল হক এবং হুমায়ুন ও ১জন ইউপি সদস্য পদ প্রার্থীর মনোনয়ন বাতিল করে।অপরদিকে হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে ছিলেন, যাচাই-বাছাই শেষে সকলের প্রার্থীতা বৈধ বলে গণ্য হয়েছে। আবার উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম এবং আওয়ামী লীগ মনোনীত মো.ইউসুফ আলী ভূইয়ার মনোনয়ন পত্র বাতিল করা হয়।অপরদিকে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে,তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন সাথীর মনোনয়ন বাতিল করেন। উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, সকলেই প্রার্থীতা ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের নিকট আপিল করবেন।
এবিষয়ে সখিপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউল হক জানান,বাতিল হওয়া প্রার্থীরা সকলেই আপিলের সুযোগ পাবেন।
Please follow and like us:
20 20