আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩২
মোহাম্মদ শরীফুল ইসলাম:-টাঙ্গাইলের বাসাইলে কিশোর গ্যাংয়ের প্রধান শাকিল আহাম্মেদ ওরফে টিকটক শাকিল ও অনিককে অস্ত্র মামলায় রিমান্ডে আনা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তাদের দুইজনকে বাসাইল থানা পুলিশ রিমান্ডে আনে।বাসাইল থানার এসআই পলাশ আহমেদ বলেন, ‘অস্ত্র মামলার আসামি শাকিল ও অনিক মিয়াকে দুইদিনের রিমান্ডে আনা হয়েছে। আদালতে ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে বিচারক তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এরআগে গত ২৭ জানুয়ারি বাসাইল থানার এসআই কাজী নজরুল ইসলাম অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটা রাম দা, একটি লোহার পাইপে মোটরসাইকেলের চেইন প্রিনিয়াম ঝালাইযুক্ত দেশীয় অস্ত্র, ৭টি লোরার/স্ট্যাম্প ও ৩টি পাইপ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
গ্রেফতারকৃত শাকিল আহম্মেদ বাসাইল থানাপাড়ার হোসেন আলীর ছেলে ও অনিক মিয়া একই এলাকার মনির হোসেনের ছেলে।
প্রসঙ্গত, শাকিল কিশোর গ্যাংয়ের প্রধান ও অনিক কিশোর গ্যাংয়ের সদস্য। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় মেধাবী শিক্ষার্থী জিজান হাসান দীপ্ত (১৮)কে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে শাকিল ও অনিকসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিজান হাসান দীপ্ত মারা যায়। এ ঘটনায় জিজান হাসান দীপ্তর মা বাদি হয়ে ২৭ জানুয়ারি বাসাইল থানায় কিশোর গ্যাংয়ের প্রধান থানাপাড়ার হোসেন আলীর ছেলে শাকিল আহাম্মেদ (২৫), বাসাইল শ্বশানঘাটা এলাকার টুইনা ওরফে টুনু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৪), থানাপাড়ার শাহ আলমের ছেলে স্বাধীন মিয়া (২০), বিরু আহাম্মেদের ছেলে মনা মিয়া (১৯), থানাপাড়ার মনির হোসেনের ছেলে অনিক মিয়া (১৯), থানাপাড়ার সেলিম মিয়ার ছেলে রাহাত হাসান (২০), শুকুর মিয়ার ছেলে জিহাদ মিয়া (১৯) ও কালু মিয়ার ছেলে সিমান্ত মিয়ার (১৯) নাম উল্লেখসহ আরও ৩/৪জন অজ্ঞাত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ঘটনার মূলহোতা শাকিল ও তার সহযোগী অনিক এবং আসাদ মিয়াকে গ্রেফতার করে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |