আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৩
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
ছিলিমপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন (চশমা) বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি পান ৫ হাজার ৩৬৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রাথী মো. সেলিম (আনারস) পান ২ হাজার ৫০৬ ভোট।
কাকুয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন।
কাতুলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগর প্রার্থী ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পান ৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রাথী দেওয়ান সুমন আহমেদ (আনারস) পান ৬ হাজার ৩৪৮ ভোট।
মাহমুদনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন (চশমা) বিজয়ী হয়েছেন। তিনি পান ২ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ প্রাথী মো. সেলিম (নৌকা) পান ২ হাজার ৪৯৯ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৭৬ হাজার ৪৪৫ জন। নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রই ছিল ঝুঁকিপূর্ণ।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান,, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের কারণে কিছু কিছু কেন্দ্রে নিদিষ্ট সময়ের পরেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।’
এ ছাড়া নির্বাচনে প্রায় ৭০ ভাগের বেশি ভোট কাস্টিং হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ইভিএমে স্লো ভোটিং-এর কারণে কিছু কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু করতে ২ প্লাটুন বিজিবি, ৪৯০ জন পুলিশ সদস্য, র্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |