আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩৩
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের ভূঞাপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে মারধরে অজ্ঞান করে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ধর্ষণের অভিযোগ কবির সরকার (২৬) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার রুলীপাড়া গ্রামের শহিদ জামান সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চল রুলীপাড়ায় ২১ সেপ্টেম্বর রাতে স্বামী বাড়িতে না থাকায় সিঁধ কেটে গৃহবধূর ঘরের ঢোকেন একই গ্রামের কবির সরকার ও শাহদত। পরে ঘরে ঢুকে ছুরি দিয়ে মেয়ে ও আমাকে গলা কেটে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।পরে গৃহবধূর ডাকচিৎকার করতে থাকলে তারা তাকে মারধর করায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অজ্ঞান অবস্থায় তাকে ধর্ষণ করে পালিয়ে যান তারা। ২৩ সেপ্টেম্বর ভূঞাপুর থানায় ওই গৃহবধূ বাদী হয়ে দুইজনের নামে মামলা করেন।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় কবির নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |