আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:২০
মোহাম্মদ শরীফুল ইসলামঃ- টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। রোববার (১৪ মার্চ) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদি গ্রামে এই ঘটনা ঘটে।নিহত মজিদ মিয়া (৩৩) বাথুলী সাদী গ্রামের সেন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত ছোট ভাই শফিকুল ইসলামকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা রাজিক জানান, নিহত মজিদের বাড়ির তাঁতমেশিনের ভাগ নিয়ে দুই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সকালের দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। পরে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই শফিকুল ইসলাম তার বড় ভাই মজিদকে ছুরিকাঘাত করেন।এ সময় স্থানীয়রা তাদের দুই ভাইকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মজিদের মৃত্যু হয়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |