আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৭
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের দেলদুয়ারে মাটির নিচে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালের দিকে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ (৩৫) ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। তারা দুইজন সম্পর্কে মামা ভাগ্নে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিার মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।
পাথরাইল ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, নির্মাণাধীন পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেওয়া হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন জানান, ট্যাংক থেকে ফ্যায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকর ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |