আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৬
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করেছে দুস্কৃতিকারীরা। এ সময় ইউনিয়ন পরিষদের ভবনের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের স্মৃতিস্তম্ভে গবর দেয়াসহ জুতা রেখে দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন নিশ্চিত করেন ।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান লাভলু মিয়াকে মামলা দায়ের করতে বলা হয়েছে।দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া বলেন, শুক্রবার গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের ভবনের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। এছাড়াও আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদের স্মৃতি স্তম্ভে গবর দেয়া হয়। একই সাথে সেখানে বেশ কয়েকটি জুতাও ফেলে রাখা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকালে সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, আগামি ইউপি নির্বাচনকে গিরে এমনটা হতে পারে বলে তাদের ধারনা।
এ বিষয়ে এলাকার সুধীজনরা জানান, প্রয়াত ফারুক আহমেদ আমাদের পশ্চিম অঞ্চলের গর্ব,তার স্মৃতিস্তম্ভে গবর ও জুতা রেখে দেওয়া অত্যান্ত দু:খজনক ও ন্যাক্কার জনক ঘটনা। এমন ন্যাক্কার জনক ঘটনার বিচারের দাবী জানান তারা।
এ ব্যাপারে সন্তোষ পুলিশ ফাঁড়ির এসআই রেহানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |