আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১৬
মোহাম্মদ শরীফুল ইসলাম :-টাঙ্গাইলে নিখোঁজের ১৭ দিন পর হাত বাঁধা অবস্থায় কালিহাতি উপজেলার পারখি বিল থেকে মুকুল (২৫) নামে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(১২ফেব্রুয়ার)দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বিল থেকে মাটি খুঁড়ে ওই লাশ উদ্ধার করা হয়।নিহত মুকুল পারখী দক্ষিণ পাড়া গ্রামের হানিফা ওরফে কিসলুর ছেলে।
নিহত মুকুলের শ্বশুর জানান, প্রায় ৩-৪ মাস আগে মুকুল সৌদি আরবে যায়। সেখানে একমাস থেকে দেশে চলে আসেন। এরপর থেকে মুকুলের বাবা-ভাই বাড়িতে জায়গা না দেওয়ায় আমি একটি দোকান নিয়ে দেওয়ার কথা বললে মেয়েকে নিয়ে আমার বাড়ি চলে আসে সে। মুকুল ভালোভাবেই দোকান করছিল। হঠাৎ গত প্রায় ১৭ দিন আগে অসময়ে দোকান বন্ধ দেখে তাকে ফোন করলে সে জানায় কালিহাতী গেছে এবং ফিরবে পরের দিন। সেই থেকে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর সখিপুর থানায় একটি জিডি করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, পারখী ইউনিয়নের বর্গা বিল থেকে হাত-বাঁধা অবস্থায় মাটি খুঁড়ে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |