আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:১৯
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুরে এক পুলিশ কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী মানববন্ধন, ঝাড়ু মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। উপজেলার বাঘের বাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে উত্তরা পশ্চিম থানায় কর্মরত এএসআই (অতিরিক্ত সাব ইন্সপেক্টর) আরিফুজ্জামানের বিরুদ্ধে শুক্রবার সকালে বড়চওনা-কালিহাতী সড়কের হামিদপুর চৌরাস্তা বাজারে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাস্তার দু’পাশে যানবাহন আটকা পড়ে।
মানববন্ধনে উপজেলা ড্রাগ এন্ড ক্যামিষ্টের সাবেক সভাপতি ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড় আ.লীগের সভাপতি আবুল হোসেন, রফিকুল ইসলাম, ইউপি সদস্য শাহজালাল মিয়া, সমাজ সেবক আ. সামাদ মিয়া বক্তব্য দেন।
বক্তব্যে আ. সামাদ মিয়া বলেন, আরিফ ঢাকার উত্তরা থানায় এএসআই হিসেবে কর্মরর্ত রয়েছে।
পুলিশে চাকরি করার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় তিনি একটি বাহিনী গড়ে তুলেছেন।তাদের বিপক্ষে কেউ মুখ খুললে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও মামলার ভয় দেখান। তিনি যখনি ছুটিতে এলাকায় আসেন তখনি কোন না কোন অপ্রীতিকর ঘটনা ঘটান। তার এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী।
এ প্রসঙ্গে পুলিশের এএসআই (অতিরিক্ত সাব ইন্সপেক্টর) আরিফুজ্জামান জানান. আমি মুক্তিযোদ্ধার সন্তান। সমাজে আমাদের যথেষ্ট মূল্যায়ন রয়েছে। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলে ধরা হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |