আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:০০
টাঙ্গাইল প্রতিনিধি :- টাঙ্গাইলে বাবা-মায়ের ঝগড়ার কারণে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবা আব্দুল কদ্দুস (৬৫) ভিতর শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ জুলাই) রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঘটনায় রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। শনিবার সকালে ছেলে লুৎফর রহমান তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এ নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত ছেলে লুৎফর রহমানকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |