আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫০
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইল জেলা বিএনপি’র আলোচনা চলাকালীন সময় স্লোগান দেয়ায় বিএনপির টাঙ্গাইল জেলার সাবেক সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীর সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।এসময় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু থামিয়ে দেন। সে সময় বিশৃঙ্খলার চিত্র ধারন করতে গেলে সাংবাদিকদের বাধা দেন বিএনপির কর্মী সমর্থকরা।টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের পর রবিবার‘৭ই নভেম্বর দিচ্ছে ডাক, গণতন্ত্র মুক্তিপাক’ এই স্লোগানকে সামনে রেখে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, কিছুটা বিশৃঙ্খলা হয়ে ছিল স্লোগান নিয়ে। তখনি সমাধান করা হয়েছে।
জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী বলেন, স্লোগান কোন ভাইয়ের নামে হবে না। স্লোগান হবে নেতাদের নামে। তবে যতটুকু বিশৃঙ্খলা হয়ে ছিল তা ওই সময়েই মিমাংসা করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল হক সানু বিশৃঙ্খলার বিষয়টি অস্বীকার করেন।
আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক আহমেদ আযম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী গৌতম চক্রবর্তী, সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিন ও এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
আলোচনা সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- জেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল হক সানু।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |