আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২১
মোহাম্মদ শরীফুল ইসলামঃ- টাঙ্গাইলের বাসাইলে আলী হোসেন খান লাল্টু নামের এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। আর অভিযোগের তীর উঠেছে তার আপন ভাই হুমায়ন কবিরের বিরুদ্ধে। পরিবারের প্রতি সমবেদনা ও তাদের আইনী সহায়তা দিতে কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম ওই মুক্তিযোদ্ধার বাড়িতে যান। গত বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে তিনি উপজেলার ঝনঝনিয়া গ্রামের ওই মুক্তিযোদ্ধার বাড়িটি পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, জেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সালেক হিটলু, উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু প্রমুখ। এছাড়াও বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদও উপস্থিত ছিলেন।
এসময় কাদের সিদ্দিকী বলেন, ‘কোনভাবে যদি প্রমাণ হয় মুক্তিযোদ্ধা লাল্টুকে হত্যা করা হয়েছে। তাহলে আজ হোক কাল তার বিচার হবেই। আমি এসেছি লাল্টুর বাড়িতে কিন্তু আমার সামনে তার ভাই হুমায়ন আসেনি। এতেই অর্ধেক প্রমাণ হয় সে দোষী।’ এসময় তিনি বাসাইল থানার ওসিকে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।
নিহতের মেয়ে আফরোজা খানম বলেন, ‘আমার বাবার মুক্তিযোদ্ধার কাগজপত্র ও জমির বেশ কিছু কাগজ ছিল কাকা হুমায়ন কবিরের কাছে। এসব বিষয় নিয়ে আমার বাবা ও কাকার সাথে মাঝে মধ্যেই ঝগড়া হতো। চলতি বছরের ১৯ এপ্রিল বাবা একাই টাঙ্গাইলের বাসা থেকে গ্রামের বাড়িতে যায়। ওইদিন বাবা কাকার কাছে কাগজপত্র চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে আমার বাবাকে হুমায়ন কবির কিলঘুষি ও পিটিয়ে আহত করে। ওই সময় তাকে হাসপাতালে নেওয়ার মতো কেউ ছিল না। আমরা খবর পেয়ে আসলে তার কিছুক্ষণ পরই বাবা মারা যান।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম ছাড়াও উপজেলা প্রশাসনকেও জানানো হয়। উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়েছে। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দেন। কিন্তু ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনও কোন পদক্ষেপ নিচ্ছেন না। তিনি দায়িত্ব নেওয়ায় আমরা মামলা করিনি। আমার বাবার হত্যার বিচার চাই।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা ঘটনার কয়েকদিন পর জানতে পেরেছি। পরে নিহত মুক্তিযোদ্ধার পরিবারকে আইনী সহায়তা নেওয়ার জন্য বলা হয়।’
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |