আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩০
টাঙ্গাইল প্রতিনিধিঃ-=টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা ডুবাইল গ্রামে রত্না বেগম নামের ৫০ বছর বয়সের এক বৃদ্ধা প্রতিবন্ধী নারীকে ধর্ষনের পর কে বা কারা ৪/৫ দিন পূর্বে শ্বাসরুদ্ধকরে হত্যা করে বৃদ্ধার নিজ ঘরেই ফেলে রাখে।গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বৃদ্ধার ছেলে রতন মিয়া মাকে বার বার ফোন দেয়,মায়ে ফোন রিসিভ না করলে পার্শ্ববর্তী বাড়ির অন্য কাউকে ফোন দিয়ে বাড়ীতে যেতে বলে,রতনের ফোন পেয়ে কেউ একজন বাড়ীতে গিয়ে বাহিরে ছিকোল দেয়া দেখে বেড়াঁড় ফাঁকা দিয়ে উকি দিয়ে মেঝেতে রত্না বেগমের লাশ দেখতে পায়,লাশ দেখে চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে সাথে সাথে দেলদুয়ার থানায় সংবাদ দেয়,সংবাদ পেয়ে দেলদুয়ার থানার ওসি সাজ্জাত হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এলাকা বাসির সূত্রে যানা যায়,রত্না বেগম বয়স্ক এক প্রতিবন্ধী নারী ছিলেন তাকে এভাবে মেরে ফেলবে আমরা ধারণা করতে পারি নাই,তবে অধিকাংশ লোকের ধারণা এলাকায় জুয়া ও হিরোইন আসক্তদের সংখ্যা বেড়েঁ গেছে,বৃদ্ধা বাড়ীতে একাই থাকতো মাঝে মধ্যে জুয়াড়ীরা তার বাড়ীতে জোর করে জুয়ার আসর বসাত,বৃদ্ধা প্রতিবাদ করলে তাঁকে হুমকি প্রদান করতো,বৃদ্ধার ছেলে রতন,ভাতিজা,ভাতিজী ও স্থানীয় ইউপি সদস্য ধারণা করছেন নেশা খোর ও জুয়ারীরায় এই কাজ করতে পারে, তাছাড়া বৃদ্ধার কোন শত্রু ছিলো না যে তাকে এভাবে মেরে ফেলবে,ঘটনা তদন্ত করে সুষ্ঠ বিচার ও প্রকৃত আসামীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |