আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৪
মোহাম্মদ শরীফুল ইসলাম,টাঙ্গাইল জলো প্রতনিধিি:-কাস্টমস সহ বিভিন্ন জায়গায় ম্যানেজ করে টাঙ্গাইলে লাকী,মিঠু,মিষ্টি,সিয়াম,মিরাজ প্রতিটি প্যাকেটে জাল ব্যান্ডরোল লাগিয়ে সরকারকে বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। লাকী বিড়ি ফ্যাক্টরী টাঙ্গাইলের বিল ঘারিন্দা সাবালিয়ায় অবস্থিত। অন্যান্য বিড়ির ফ্যাক্টরিগুলো সুরুজ,ভুক্তার আ-েপাশে অবস্থিত। প্রতিটি বিড়ির প্যাকেটে নকল/জাল ব্যান্ডরোল ব্যবহারের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার প্রতি বছর কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, লাকী,মিঠু,মিষ্টি,সিয়াম,মিরাজ বিড়ি ফ্যাক্টরিগুলোতে সপ্তাহের ৪/৫দিন ২০হাজারের অধিক বিড়ি শ্রমিক বিড়ি তৈরী করে প্যাকেটজাত করে আসছে। সরকারি নিয়ম অনুযায়ী তৈরীকৃত প্রতিটি বিড়ির প্যাকেটে একটি করে কর পরিশোধিত ব্যান্ডরোল লাগানোর কথা থাকলেও উক্ত ফ্যাক্টরিগুলোতে তা মানা হচ্ছে না।নিয়ম-কানুনের তোয়াক্কা না করে একাধিকবার ব্যবহৃত জোড়াতালি ব্যান্ডরোল দেদারছে লাগিয়ে যাচ্ছে। তাদের এ অপকর্ম ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে নামে মাত্র শতকরা ৩০/৪০ভাগ আসল ব্যান্ডরোল ক্রয় করে বাকী শতকরা ৬০/৭০ভাগ ব্যান্ডরোল দীর্ঘদিন যাবৎ একটি চোরা সিন্ডিকেটের নিকট থেকে নকল ব্যান্ডরোল নাম মাত্র মূল্যে ক্রয় করে প্রতিটি বিড়ির প্যাকেটে লাগিয়ে রীতিমত সরকারি রাজস্ব ফাকি দিচ্ছে বলে একাধিক সূত্রে জানা যায়। এ ব্যাপারে লাকী বিড়ি ফ্যাক্টরির মালিকপক্ষ শাহজাহান এর মুঠোফোনে কথা বললে সে অনেকটা দাম্ভিকতার সুরে বলেন, আমরা আমাদের উৎপাদিত বিড়িতে কিছু কিছু জাল ব্যান্ডরোল ব্যবহার করছি-এটা সত্যি,তবে তা টাঙ্গাইল কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সর্বত্র ম্যানেজ করে করা হয়েছে। উক্ত বিড়ি ফ্যাক্টরিতে জাল ব্যান্ডরোল ব্যবহার সম্পর্কে টাঙ্গাইল ভ্যাট পরিদর্শকের কার্যালয়ে যোগাযোগ করা হলে জানান,এটা তাদের দেখার বিষয় নয়। আমরা আমাদের টার্গেট অনুযায়ী রাজস্ব পাচ্ছি। এভাবে সরকারি নিয়ম নীতির যথাযথ ব্যবহার যদি না করা হয় একদিকে সরকার বছরে হারাচ্ছে প্রায় কোটি টাকার রাজস্ব। অন্যদিকে টাঙ্গাইলের আশে পাশে অবস্থিত অন্যান্য বিড়ির ফ্যাক্টরিতে এর প্রভাব পড়ায় মূল ব্যবসায়ীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের চাহিদার তুলনায় বিক্রি অনেকাংশে কমে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)ঢাকা পশ্চিম রাজস্ব কমিশনার,টাঙ্গাইল জেলা প্রশাসক ও টাঙ্গাইল কাস্টমস,ভ্যাট কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |