আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৮
টাঙ্গাইল প্রতিনিধি :-গত ১৪/০৪/২০২৩ইং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মির্জাপুর থানার পুলিশের একটি চৌকস টিম মহাসড়ক এলাকায় আইন শৃঙ্খলা ডিউটি, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে জামুর্কী বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মির্জাপুর থানাধীন স্বল্পমহেড়া উত্তর পাড়া সাকিনস্থ জনৈক মোঃ আরজু মিয়া (৪৬) এর বসত ঘরে অবৈধ অস্ত্র শস্ত্র আছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মির্জাপুর থানার পুলিশ টিম ঘটনাস্থলে তল্লাশি পরিচালনা করে মোঃ আরজু মিয়া (৪৬), এর বসত বাড়ির উত্তর ভিটার দক্ষিন দুয়ারী চৌচালা টিনের বসতঘরের ভিতর উত্তর পূর্ব কোনে টিনের বড় ট্রাংকের (সিন্দুকের) ভিতর রক্ষিত বড় লাগেজের মধ্যে হতে ০২টি বিদেশী পিস্তল, ০৩টি ম্যাগজিন, ০৪ রাউন্ড গুলি ও দেশী বিদেশী চাপাতি, চাকু, ছোরা, রামদা উদ্বারসহ ধৃত আসামী মোঃ আরজু মিয়া (৪৬), পিতা-মৃত- মজিবর রহমান ওরোফে মধু, সাং-স্বল্প মহেড়া, থানা-মির্জাপুর, জেলা-টাংগাইল কে তার নিজ বসত বাড়ি থেকে ইং ১৫/০৪/২০২৩ তারিখ রাত ০২.১৫ ঘটিকার গ্রেফতার করা হয়।
আসামী মোঃ আরজু মিয়ার (৪৬), এর হেফাজত হতে ০২টি বিদেশী পিস্তল, ০৩টি ম্যাগজিন, ০৪ রাউন্ড গুলি, ০২টি চাইনিজ চাপাতি, ৬টি ষ্টীলের চাকু, ০১টি প্লাষ্টিকের বাটসহ ষ্টীলের করাত, ০১টি ধারালো ছুরি, ০১টি ডেগার, ০১টি রামদা, ০১টি লাগেজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও দেশী বিদেশী চাপাতি, চাকু, ছোরা, রামদা নিজ হেফাজতে রাখার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |